বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুর-১ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে মনোনয়ন পাওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
বকশীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে সোমবার (২২ ডিসেম্বর) বিকালে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
মনোনয়ন পত্র সংগ্রহ করে চরমোনাই পীর মুফতী সৈয়দ রেজাউল করিম যেভাবে নির্দেশনা দেবেন সেভাবে কাজ করার কথা জানান সাবেক এই উপজেলা চেয়ারম্যান।
মনোনয়ন সংগ্রহকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ ইলিয়াস উদ্দিন আজাদ, কোষাধ্যক্ষ মওলানা আনিছুর রহমান, নুরুল ইসলাম বাদশা, মো. শহিদুল্লাহ, ইসলামী শ্রমিক আন্দোলনের উপজেলা সভাপতি মোহাম্মদ আলী, মওলানা হামিদুল ইসলাম, উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মেহেদী হাসান পলাশ সহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #















