জামালপুরে ২৪ ঘন্টায় আরও ৫৮ জনের করোনা সনাক্ত

জামালপুর প্রতিনিধি: জামালপুরে গত ২৪ ঘন্টায় আরও ৫৮ জন কোরোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে। আজ মঙ্গলবার (০৬ জুলাই) ২০২১ জামালপুর সিভিল সার্জন অফিস বিটিসি নিউজকে এই তথ্য নিশ্চিত করেছে।
জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৬৪ টি নমুনা পরীক্ষায় ৩৫ জন, ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে জামালপুর জেলার স্থায়ী নিবাসীর ৫ টি নমুনা পরীক্ষায় ১ জন এবং জেলা/উপজেলা পর্যায়ে আরএ টেস্টে ১২৮ টি নমুনা পরীক্ষায় ২২ জন অর্থাৎ মোট ২৯৭ টি নমুনা পরীক্ষায় আরও মোট ৫৮ জন সংক্রমিত হয়েছে।
এর মধ্যে (জামালপুর সদর উপজেলা- ১৩ জন, মেলান্দহ উপজেলা- ৫ জন, মাদারগঞ্জ উপজেলা- ১০ জন, ইসলামপুর উপজেলা- ৫ জন, সরিষাবাড়ী উপজেলা- ১৩ জন, দেওয়ানগঞ্জ উপজেলা- ৭ জন ও বকশীগঞ্জ উপজেলা- ৫ জন) কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে।
সর্বমোট সংক্রমণ শনাক্ত ৩১৩৮ জন।
সর্বশেষ এলাকা ভিত্তিক শনাক্তঃ
জামালপুর সদর উপজেলা- ডিসি অফিস ২ জন, বোষপাড়া ৩ জন, বানাকূড়া, গোপালপুর ২ জন, শেখেরভিটা, নয়াপাড়া, ফায়ার সার্ভিস, মেস্টা ও নান্দিনা।
মেলান্দহ উপজেলা- উপজেলা পরিষদ ২ জন, হাজরাবাড়ী ২ জন, ও মেলান্দহ।
মাদারগঞ্জ উপজেলা- পলিশা, মাদারগঞ্জ ৩ জন, বীর পাকেরদহ, জুনাইল, চরবউলা, বাণীকূঞ্জ, পৌরসভা ও বাকারচর।
ইসলামপুর উপজেলা- ইসলামপুর ৩ জন, গিলাবাড়ী ও মলমগঞ্জ।
সরিষাবাড়ী উপজেলা- আদ্রা, পিংনা বাজার, শেখেরপাড়া, মাইজবাড়ী, টিকরাপাড়া, দৌলতপুর ২ জন, ধানাটা, পিংনা, তারাকান্দি, মুলবাড়ী ২ জন ও সরিষাবাড়ী।
দেওয়ানগঞ্জ উপজেলা- দেওয়ানগঞ্জ ২ জন, বাজারপাড়া ২ জন, চিকাজানী, পোল্যাকান্দি ও ডালবাড়ী।
বকশীগঞ্জ উপজেলা- উপজেলা পরিষদ, মালীরচর, শ্রীবর্দী পুরাতন, ছড়িপাড়া ও বাংলাপাড়া।
সর্বশেষ সুস্থ ৪৫ জন (হোম আইসোলেশনে- জামালপুর সদর উপজেলা ৪০ জন ও সরিষাবাড়ী উপজেলা ৫ জন)।
সর্বমোট সুস্থ ২৫৪৪ জন।
সর্বশেষ মৃত্যু ১ জন (সরিষাবাড়ী উপজেলা)।
ঠিকানা- রঘুনাথপুর, সরিষাবাড়ী, জামালপুর, লিঙ্গ- নারী, বয়স- ৫০ বছর, নমুনা সংগ্রহের তারিখ- ০১/০৭/২০২১, নমুনা পরীক্ষার তারিখ- ০২/০৭/২০২১, মৃত্যুর তারিখ- ০৪/০৭/২০২১ (ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল)।
সর্বমোট মৃত্যু ৫৪ জন।
সর্বশেষ নমুনা পরীক্ষা ২৯৭ টি এবং সর্বমোট জেলায় ২৬৪৭৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি আবু সায়েম মোহাম্মদ সা‘-আদাত উল করীম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.