জামালপুরে বিজিবির অভিযানে ইয়াবাসহ ভারতীয় মদ উদ্ধার

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিজিবির অভিযানে ৩ হাজার ২৮৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ ভারতীয় ৬৯ বোতল মদ ও মালিক বিহীন ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মুনতাসির মামুন, পিএসসি’র সার্বিক দিক নির্দেশনায় কুড়িগ্রাম ও জামালপুর জেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
বিজিবির সূত্রে জানা গেছে চলমান অভিযানের ধারাবাহিকতায় গত ১ আগস্ট থেকে ৮ আগস্ট ২০২১ তারিখ পর্যন্ত রৌমারী উপজেলার সাহেবের আলগা, গয়টাপাড়া, মোল্লারচর, রৌমারী, হিজলামারী ও বালিয়ামারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একাধিক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উদ্ধারকৃত মাদক দ্রব্যের আনুমানিক বাজার মূল্য ১০ লাখ ৯০ হাজার ৪৫০ টাকা। গণমাধ্যমকে এক প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর বিজিবি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি আবু সায়েম মোহাম্মদ সা‘-আদাত উল করীম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.