জামালপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫০ বস্তা চালসহ তিন কালোবাজারী আটক

জামালপুর প্রতিনিধি:  জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুরে কালোবাজারে বিক্রিকালে হতদরিদ্রের খাদ্যবান্ধব কর্মসূচির ১৫০ বস্তা চাল জব্দ ও কালোবাজারীসহ তিন জনকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার বিকেলে খাদ্যবন্ধব কর্মসুচির ১৫০ বস্তা চাল মাহমুদপুর বাজার থেকে পিকআপভ্যান যোগে মাদারগঞ্জের বালিজুড়ি বাজারে যাওয়ার পথে মাহমুদপুর নয়াপাড়া গ্রামে জব্দ করা হয়।

পুলিশ ও স্থানীরা বিটিসি নিউজকে জানান, খাদ্যবান্ধব কর্মসূচির ১৫০ বস্তা চাল মাহমুদপুর বাজারের চাল ব্যবসায়ী রাসেল মিয়ার গোডাউন থেকে মাদারগঞ্জের বালিজুড়ি বাজারে যাওয়ার পথে নয়াপাড়া এলাকায় স্থানীয় লোকজন আটক করে পুলিশে খবর দেয়।

পুলিশ ১৫০ বস্তা চাল এবং কালোবাজারী রাসেল মিয়া, পিকআপভ্যান চালক আয়নাল হক ও হেলপার আব্দুল হককে আটক করে।

মাহমুদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল কাশেম ঘটনার সত্যতা বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.