জামালপুরে অজ্ঞাত নামা এক যুবকের লাশ উদ্ধার 

জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলার বাঁশ চড়া ইউনিয়নের লাহিড়ীকান্দা এলাকা হতে অজ্ঞাত নামা এক যুবকের লাশ উদ্ধার করেছে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ।
সূত্রে জানা গেছে, আজ বুধবার (০৪ আগস্ট) লাহিড়ীকান্দা এলাকার মেইন রোড় দিয়ে স্হানীয় লোকজন যাতায়াত করার সময় রাস্তার পাশের ডোবাতে এক যুবকের লাশ ভেসে উঠতে দেখে।
পরে পথচারী দের মধ্য থেকে নরুন্দি তদন্ত কেন্দ্রে খবর দেয়। নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ লাশটি উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি আবু সায়েম মোহাম্মদ সা‘-আদাত উল করীম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.