জাতীয় বাজেটে উপকূলীয় অঞ্চলের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের দাবি
খুলনা ব্যুরো: বেসরকারি উন্নয়ন সংস্থা জেজেএস ও নবলোক আয়োজিত কর্মশালায় উপকূলীয় অঞ্চলের জন্য জাতীয় বাজেটে অতিরিক্ত অর্থ বরাদ্দের দাবি জানানো হয়েছে। একইসাথে দুর্যোগকালীন সময়ের জন্য স্থানীয় সরকার বিভাগের জনপ্রতিনিধিদের ফান্ডে জরুরি প্রয়োজন মেটাতে থোক বরাদ্দ রাখার ওপরও গুরুত্বারো করা হয়।
রোববার সকালে নগরীর সিএসএস আভা সেন্টারে ‘ওয়ার্কশপ অন ক্লাইমেট চেইঞ্জ এডাপটেশন : এডভোকেসী ইস্যু আইডেনটিফিকেশন’ শীর্ষক এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি(সিডা) এবং মানুষের জন্য ফাউন্ডেশনের(এমজেএফ) সহযোগিতায় এ কর্মশালায় জেজেএস’র নির্বাহী পরিচালক এটিএম জাকির হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন, মানুষের জন্য ফাউন্ডেশনের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার জাকিয়া নাজনীন ও কনসালট্যান্ট মো: রেজাউল করিম। কর্মশালায় অংশগ্রহণকারীদের পক্ষ থেকে গ্রুপ প্রস্তাবনা উপস্থাপন করেন, মংলা উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, সাবেক ভাইস চেয়ারম্যান মো: নুর আলম ও মংলার মিঠাখালী ইউনিয়নর পরিষদ চেয়ারম্যান ইসরাফিল হোসেন হাওলাদার। বক্তৃতা করেন শ্যামনগর সদর ইউনিয়ন চেয়ারম্যান এড. শেখ লিয়াকত আলী।
কর্মশালায় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের সরকারি অফিসারবৃন্দ অংশগ্রহণ করেন।
এসময় জলবায়ু পরিবর্তন জনিত কারণে বিপদাপন্ন জনগোষ্ঠির সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দুর্যোগ সহনশীল জনগোষ্ঠি গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করা হয়। বিশেষ করে সুপেয় পানি নিশ্চিত করা, লবনাক্ততা দূর করতে বিভিন্ন পদক্ষেপ নেয়া, বিষমুক্ত সবজি উৎপাদনের ওপর গুরুত্ব দেয়া, পরিবেশ বান্ধব শিল্প কল-কারখানা গড়ে তোলা, পলিথিনসহ সকল প্রকার অবৈধ প্রতিষ্ঠান উচ্ছেদে কার্যকরী পদক্ষেপ নেয়াসহ নানা বিষয়ে আলোচনা হয়। এসময় পানি, পয়:নিষ্কাশন ও স্বাস্থ্য, স্থানীয় সরকার এবং কৃষি, মৎস্য ও প্রাণীসম্পদ বিষয়ে তিনটি গ্রুপের মধ্যে গ্রুপওয়ার্কের মাধ্যমে প্রস্তাবনাত তৈরি করা হয়।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.