জাতীয় পার্টির মনোনয়ন ফরম কিনলেন এরশাদ

 

ঢাকা প্রতিনিধি: আজ রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিতরণের কার্যক্রমের উদ্বোধন করেছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তার নিজের জন্য ফরম নিয়ে এ কার্যক্রমের শুরু হয়।

আজ ১১ নভেম্বর রোববার সকালে গুলশানের একটি কমিউনিটি সেন্টারে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। দলীয় প্রধানের পরপরই মনোনয়ন ফরম গ্রহণ করেন দলের সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ।

মনোনয়ন ফরম কিনতে সকাল থেকে উৎসব মুখর পরিবেশে অপেক্ষা লাঙ্গল প্রতীক নিয়ে অপেক্ষা করছেন দলের নেতাকর্মীরা। আগামী ১২ ও ১৩ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করবে জাতীয় পার্টি। ১৪ নভেম্বর থেকে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিবেন দলের চেয়ারম্যান।

Comments are closed, but trackbacks and pingbacks are open.