আসিয়া বিবি ইস্যু নিয়ে মন্তব্য ইমরানের, পাল্টা কটাক্ষ তাঁর স্ত্রীর

 

বিটিসি নিউজ ডেস্ক: এবার আসিয়া বিবি ইস্যুতে মুখ খুললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান৷ তিনি জানিয়েছেন, আসিয়া বিবি মামলায় দেশের সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তা নিয়ে কোনও আপোষ করবে না সরকার৷ শনিবার লাহোরে একটি অনুষ্ঠানে এসে তিনি এই বক্তব্য রাখেন৷

প্রসঙ্গত, ২০০৯ সালে প্রতিবেশীদের সঙ্গে কথাবার্তার একটি পর্যায়ে আসিয়া বিবি হিসেবে পরিচিত আসিয়া নুরান মহানবী হযরত মহম্মদকে নিয়ে তিনটি অবমাননাকর মন্তব্য করেন৷ আর তখন এই কথা বলার অপরাধে তার বিরুদ্ধে একটি মামলা করা হয়৷ ওই মামলায় ২০১০ সালে লাহোরের একটি আদালত মৃত্যুদণ্ডের আদেশ দেয়। আসিয়া বিবির বিরুদ্ধে পাকিস্তানের সর্বোচ্চ আদালতে আপিল করলে দীর্ঘ আট বছর পর পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাকে সম্প্রতি বেকসুর খালাস দিয়েছে৷

 

 

আর এই ঘটনার পরই পাকিস্তান জুড়ে বিক্ষোভ শুরু হয়৷ রায় ঘোষণার পর শত শত মানুষ রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদে রাস্তা অবরোধ করেন। এতে নেতৃত্ব দেয় উগ্র ডানপন্থী তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান (টিএলপি)। প্রধানমন্ত্রী বৈঠক করেন সেনাপ্রধানের সঙ্গে। তারপর ইমরান খান জাতির উদ্দেশ্যে ভাষণ দেন।

কিন্তু এরপরও সারা দেশে অবস্থান বিক্ষোভ চালাতে থাকে টিএলপি। অবশেষে সরকার টিএলপির সঙ্গে একটি চুক্তি করে। তাতে পাঁচটি দফা রয়েছে বলে জানা গিয়েছে। এদিকে পাল্টা এই চুক্তির এক দিন পরই ইমরান খানের প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ ট্যুইট করে ইমরানের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। এতে তিনি ইমরান খানের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণেরও সমালোচনা করেন। (সুত্র: কলকাতা নিউজ)#

Comments are closed, but trackbacks and pingbacks are open.