জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিলো – এ্যাড. মুক্তি


নাটোর প্রতিনিধি: বাংলাদেশের ইতিহাসে ফেব্রয়ারী, মার্চ, ডিসেম্বর যেমন অশেষ গৌরবের তেমনই আগস্ট হচ্ছে অমোচনীয় কলঙ্ক আর শোকের। এ মাসের ১৫ তারিখ ভোরে সুপরিকল্পিত দেশি বিদেশি আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিবারের সদস্যসহ নির্মমভাবে হত্যা করা হয়।
জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থেকে উপস্থিত হাজারো জনতার মাঝে এ কথা গুলো বলেছেন বাংলাদেশ কেন্দ্রী যুব মহিলালীগের সহ-সভাপতি এ্যাড.কোহেলী ক্দ্দুুস মুক্তি। তাছাড়াও বঙ্গবন্ধুর জীবনি নিয়েও আলোচনা করেন তিনি।
গতকাল শনিবার (২৮ আগস্ট) বিকেল ৫টার সময় বিয়াঘাট ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে বিয়াঘাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজিমদ্দিন মোল্লার সভাপতিত্বে সাবগাড়ী বাজারে প্রধান অতিথি হিসাবে মুঠোফনে বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস।
উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব মহিলালীগের সহ-সভাপতি এ্যাড. কোহেলী কুদ্দুস মুক্তি। বিশেষ অতিথি হিসাবে বিয়াঘাট ইউপি চেয়ারম্যান প্রভাষক মোজাম্মেল হক, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলন, নাজিরপুর ইউপি চেয়ারম্যান শওকত রানা লাবু, চাপিলা ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন ভুট্টু, নাটোর জেলা আওয়ামীলীগের সদস্য রহিম মোল্লা, আওয়ামীলীগ নেতা শরিফুল ইসলাম শরীফ, কল্লোল ফাউন্ডেশনের সাবেক সভাপতি মুক্তাদিরুল ইসলাম মিন্টু বিশ্বাস, কল্লোল ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মিল্টন উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সুবাশিষ কবির, পৌর ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেনসহ প্রমুখ বক্তব্যে রাখেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.