জাতীয় জেল হত্যা দিবসে এমপি শিমুলের সন্ত্রাসী ক্যাডার বাহিনীর অতর্কিত হামলায় ৩ নেতা আহত

বিশেষ প্রতিনিধি: জাতীয় জেল হত্যা দিবসে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার এমপি শিমুলের সন্ত্রাসী ক্যাডার বাহিনী কতৃক গতকাল রবিবার (৩ নভেম্বর) ২০১৯ইং বিনোদপুর আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের ওপর অতর্কিত হামলার ঘটনায় আহত ৩ জন। জাতীয় জেল হত্যা দিবসের এই শোকাহত দিনে বাংলাদেশের সূর্যসন্তানদের কারাগারে বন্দি করে নির্মমভাবে হত্যা করা হয়েছিল।

এ দিনটিকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ রাখার জন্য বাঙালির ঐতিহ্য ধরে রাখতে সারাদেশের ন্যায় শিবগঞ্জ উপজেলাতেও বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনগুলো এক পথসভার আয়োজন করে।

এ দিকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল নেতাকর্মী শান্তিপূর্ণভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছিল, পথসভা শেষ করে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের সবাই একটি জায়গায় অবস্থান করছিলেন। হঠাৎ সে সময় এমপি শিমুলের নেতৃত্বে কিছু ক্যাডারবাহিনী তার কিছু সন্ত্রাসী বাহিনী দেশীয় ভারী অস্ত্রশস্ত্র নিয়ে জামিল মেম্বার, আসাদুল, রুহুল প্রিন্সিপাল এর সহযোগীতায় অতর্কিত হামলা চালায়।

এ হামলায় আরো সহযোগীতা করে, বিশ্বনাথপুরের টমাস, রবিউল ইসলাম ওরফে রবু, মিছিল, তাজ, মেজবাউল হক ওরফে রবু, তোতা বাবু, আলকেশ, রনি, মাহিদুর, বেনজির, মাইনুল, মিলন, ঈদুল বার্মা, কালু মাস্টারের ছেলে ইশতিয়াক, সাইফুল ফেরারি ওরফে ফিরোজ, রনি আজম উকিল, মিঠুসহ আরো বেশ কিছু সন্ত্রাসী লাঠি, হাসুয়া, রডসহ বেশ কিছু দেশিয় অস্ত্র।

অতর্কিত হামলায় ঘটনাস্থলে বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসঙ্গঠন বিনোদপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোঃ জাহিদ হাসান মাসুম গুরুতরভাবে আহত হয়। তার অবস্থা খুবই আশঙ্কাজনক তাকে চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে তার অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।ঘটনায় আরও আহত হন শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, জসিম উদ্দিন, বিনোদপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম(ডুডু), সাধারণ সম্পাদক এইচ এম ইসমাইলসহ আরো বেশ কয়েকজন, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।

এ হামলার ঘটনায় প্রচন্ড ভাবে ক্ষোভ প্রকাশ করেছেন, আবু আহম্মদ নজমুল কবির মুক্তা (আহ্বায়ক নৌকা সমর্থক গোষ্ঠী), সাবেক চেয়ারম্যান ৯নং দুর্লভপুর ইউনিয়ন পরিষদ ও সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, মোঃ হাবিবুর রহমান চৌধুরী মজনু(যুগ্ম আহ্বায়ক নৌকা সমর্থক গোষ্ঠী), সাধারণ-সম্পাদক শিবগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু পরিষদ ও সাবেক সাংগঠনিক সম্পাদক শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগ। মোহাঃ আতিকুল ইসলাম টুটুল খান সভাপতি শিবগঞ্জ পৌর আওয়ামীলীগ, মোহাঃ দুরুল হুদা সভাপতি উজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগ, মোহাঃ গোলাম রাব্বানী ছবি সভাপতি সত্রাজিতপুর ইউনিয়ন আওয়ামীলী, মোহাঃ হারুন অর-রশিদ পাভেল সাধারণ সম্পাদক চককীর্তি ইউনিয়ন আওয়ামীলীগ, মোহাঃ নজরুল ইসলাম মেহেদী সাধারণ-সম্পাদক পাঁকা ইউনিয়ন আওয়ামীলীগ, মোহাঃ রবিউল ইসলাম রবি সাধারণ সম্পাদক মোবারকপুর ইউনিয়ন আওয়ামীলীগ, মোহাঃ ইমরান হোসেন মাস্টার সাবেক সভাপতি মনাকষা ইউনিয়ন আওয়ামীলীগ, মোহাঃ ইসমাইল হোসেন সাভাপতি পাঁকা ইউনিয়ন আওয়ামীলীগ মোহাঃ মোজাম্মেল হক মনাকষা ইউনিয়ন নৌকা নির্বাচন পরিচালনা কমিটির  আহ্বায়ক একাদশ সংসদ নির্বাচন ও পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন।

এছাড়াও আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের মধ্যে খোব প্রকাশ করেছেন, মোঃ তোসিকুল ইসলাম টিসু সাধারণ সম্পাদক শিবগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ, আসিফ আহমেদ সৌরভ সাধারণ সম্পাদক শিবগঞ্জ পৌর আওয়ামী যুবলীগ, ডাঃ তৌহিদুল ইসলাম পলাশ শ্রমিকলীগ নেতা ও মুক্তিযোদ্ধা সন্তান। মোঃ রিজভী আলম রানা সভাপতি শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগ আসিফ আহসান সাধারণ সম্পাদক শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগ, আবু আহমদ নাইমুল কবির রাসেল সাভাপতি আদিনা ফজলুল হক সরকারি কলেজ ছাত্রলীগ, এম ইমরান সভাপতি মনাকষা ইউনিয়ন ছাত্রলীগ, শামিম রেজা সাধারণ সম্পাদক মনাকষা ইউনিয়ন ছাত্রলীগসহ অসংখ্য নেতা কর্মীরা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.