জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে নাটোর পুলিশের আনন্দ উদযাপন

নাটোর প্রতিনিধি: বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে কেক কেটে আনন্দ উদযাপন করেছে নাটোর জেলা পুলিশ।
আজ ৭ মার্চ রবিবার বিকেল ৫ টায় নাটোর সদর থানা সংলগ্ন মাঠ চত্বরে নাটোর জেলা পুলিশের আয়োজনে কেক কেটে আনন্দ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার লিটন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২( নাটোর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহরিয়াজ পিএএ, জেলা প্রশাসক নাটোর, শরিফ উদ্দিন, পুলিশ সুপার, পিবিআই, নাটোর, এস এম ফজলুল হক, কো¤পানি কমান্ডার, র‌্যাব সিপিসি-২ নাটোর। নাটোর।আলোচনা সভা শেষে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.