রাজশাহীর তানোর থানার আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত

বিশেষ প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক রেসকোর্স ময়দানে ভাষণের দিনটি এবার প্রথম রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে। সরকারের সিদ্ধান্তে জাতীয় দিবস হিসেবে এবার পালিত হচ্ছে ৭ই মার্চ। এর’ই ধারাবাহিকতায় রাজশাহীর তানোর থানার আয়োজনেও যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে। তবে বঙ্গবন্ধুর কালজয়ী এ ভাষণের দিন রাষ্ট্রীয়ভাবে পালনের স্বীকৃতি পেতে অপেক্ষা করতে হয়েছে ৫০টি বছর। এ জন্য প্রয়োজন হয়েছে উচ্চ আদালতের নির্দেশনাও।
আজ রবিবার (৭ই মার্চ) ২০২১ ইং বিকেলে তানোর থানা চত্বরে এ ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে আলোচনা সভায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান রাকিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা এডিশনাল এসপি মতিউর রহমান সিদ্দিকী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সুশান্ত কুমার মাহতো।
এ সময় অন্যান্যদের মধ্যো আরও উপস্থিত ছিলেন, তানোর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সানাউল্লাহ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আজিজ, তানোর গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব সারোয়ার হোসেন, স্থানীয় গণমাধ্যম কর্মী, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী’সহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.