জাকার্তায় জ্বালানি ডিপোতে আগুন: নিহত ১৭, আহত অর্ধশতাধিক

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার একটি জ্বলানি তেলের ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত ১৭ জন। একইসঙ্গে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কমপক্ষে অর্ধশতাধিক মানুষ। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (৩ মার্চ) স্থানীয় সময় রাত ৮টা নাগাদ জার্কাতার তানাহ মেরাহতে জ্বালানি তেলের ডিপোতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে তা দ্রুত পার্শ্ববর্তী জনবসতিপূর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্থ এই তেলের ডিপোটি ইন্দোনেশিয়ার রাষ্ট্রায়ত্ব তেল-গ্যাস কোম্পানি পেরতামিনার।
এ বিষয়ে কোম্পানির এরিয়া ম্যানেজার ইকো ক্রিস্তিয়াওয়ানের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, কি কারণে এই আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা সম্ভব হয়নি। কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। তবে এই অগ্নিকাণ্ডের কারণে দেশের জ্বালানি তেলের সরবরাহে কোনো প্রভাব পড়বে না।
অগ্নিকাণ্ডে হতাহতদের পরিবারের সদস্যদের আন্তরিক সমবেদনা জানিয়েছেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রায়ত্ব কোম্পানি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এরিক থোহির। একইসঙ্গে পারতিমেনা কর্মকর্তাদেরকে আগুনের সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন এবং হতাহতদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদানেরও নির্দেশ দিয়েছেন।
ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় ফায়ার সার্ভিস দপ্তরের জাকার্তা শাখার প্রধান সাত্রিয়াদি গুনাওয়ান জানিয়েছেন, ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় স্থানীয় সময় রাত ১০ টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। দুর্ঘটনায় আহত ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.