জাওয়াদ ঘুর্নিঝড় নিয়ে প্রধানমন্ত্রীর দিল্লীতে জরুরি বৈঠক

কলকাতা (ভারত) প্রতিনিধি: ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ”জাওয়াদ” ঘুর্নিঝড় নিয়ে আধিকারিকদের সাথে জরুরি বৈঠকে বসেছেন। বৈঠকে উপস্থিত আছেন স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিক সহ বিপর্যয় মোকাবিলা দফতরের কর্তারা।
দিল্লির মৌসম ভবন সূত্রে যানা যাচ্ছে জাওয়াদ ঘুর্নিঝড় ঘন্টায় ৮০কিমিঃ বেশী বেগে আছড়ে পড়তে পারে অন্ধ্রউপকূলে। সম্ভবত আজ বিকেলের পরই অন্ধ্রউপকূলে আছড়ে পড়ে ওড়িশা উপকূল হয়ে শনিবার বা রবিবার বাংলায় প্রবেশ করবে বলে সতর্ক বার্তায় বলা হয়েছে।
এদিকে আলিপুর আবহাওয়ার দফতর সূত্রে বলা হচ্ছে এর জেরে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা তথা দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন সহ জেলায় প্রবল ভারী বৃষ্টি তথা জলোচ্ছাস ও প্রবল গতিতে ঝড়ো হাওয়ার দাপট থাকবে।
দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন এলাকার মানুষদের নিরাপদ জায়গায় চলে যেতে বলা হয়েছে।স্থানীয় প্রশাসনের তরফ থেকে আগাম প্রস্তুতি ও বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে।
দক্ষিণ ভারত গামী প্রায় সব ট্রেনই আগামী ৪ও৫ডিসেম্বর পর্যন্ত বাতিল করা হয়েছে বলে ভারতীয় রেল সূত্রে জানান হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.