জলবায়ু সম্মেলন কপ-২৮ এ যাচ্ছেন না বাইডেন

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: জলবায়ু শীর্ষ সম্মেলন কপ-২৮ এ অংশগ্রহণ করছেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমস এ খবর দিয়েছে। তাস’র বরাতে এ তথ্য জানিয়েছে বাসস।
দুই সপ্তাহের এ শীর্ষ সম্মেলনে বাইডেন কেন উপস্থিত থাকতে পারছেন না এমন কোন কারণও ঐ কর্মকর্তা উল্লেখ করেননি। ভাইস প্রেসিডেন্টের মুখপাত্র ক্যার্স্টেন অ্যালেন জানান, কমলা হ্যারিসেরও কপ-২৮ সম্মেলনে যোগ
দেওয়ার কোন পরিকল্পনা নেই।
খবরে বলা হয়, ২০২৩ সালের জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনটি আগামী ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত দুবাইতে অনুষ্ঠিত হবে। জলবায়ু পরিবর্তনবিষয়ক বাইডেনের বিশেষ দূত জন কেরি দুবাইয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন।  #

Comments are closed, but trackbacks and pingbacks are open.