জলঢাকা থানা পুলিশের উদ্দ্যোগে স্থানীয় পত্রিকা হকারদের মাঝে ত্রান বিতরণ

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: বৈশ্বিক মহামারী কভিড-১৯ করোনা ভাইরাসের কারনে স্থানীয় পত্রিকা ব্যবসায়ীদের মানবেতর জীবন যাপন করছে মর্মে জলঢাকা থানা পুলিশের উদ্দ্যোগে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (২৭শে এপ্রিল) দুপুরে থানা চত্ত্বরে স্থানীয় সাতজন পত্রিকা হকারদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন থানা অফিসার ইনচার্জ ওসি মোস্তাফিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন- জলঢাকা প্রেসক্লাব সাধারন সম্পাদক মাহাবুবর রহমান মনি, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মৃত্যুঞ্জয় রায়, সাংবাদিক হাসিবুল ইসলাম মিতু প্রমুখ।
ত্রান বিতরণ কালে থানা অফিসার ইনচার্জ ওসি মোস্তাফিজুর রহমান বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, করোনা ভাইরাসের কারণে স্থানীয় পত্রিকা ব্যবসায়ীদের কর্মসংস্থানে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ফলে তারা মানবেতর জীবন যাপন করছে। তাই তাদের বিষয়টি সার্বিক বিবেচনা করে আমাদের নিজ উদ্দ্যোগে যতটুকু পেরেছি সহায়তার হাত প্রসারিত করেছি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.