জলঢাকায় সহকারী শিক্ষক সমিতির কমিটি গঠন

 জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা উপজেলায় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়েছে।
২৩ নভেম্বর জলঢাকা শিক্ষক সমিতির হলরুমে এক মতবিনিময় সভায় গাবরোল ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফুল ইসলাম লাবলুকে সভাপতি, গোলনা কালিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকারিয়া বাবুকে সাধারণ সম্পাদক ও বগুলাগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ময়নুল হাসান কে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট জলঢাকা উপজেলা কমিটি ৩ বছরের জন্য অনুমোদন করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন। কমিটিতে দক্ষিণ দেশীবাঈ রহমানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়সাল হাসান শাহ কে সিনিয়র সহ-সভাপতি ও ছীট মিরগঞ্জ শালনগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এমএ হালিম কে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন বলেন, শিক্ষকদের ঐক্যবদ্ধ করতে  দেশের প্রতিটি উপজেলায় কমিটি গঠনের কাজ চলছে।
এছাড়াও  তিনি অধিকার বাস্তবায়নের জন্য সকল সহকারী শিক্ষকদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.