জলঢাকায় মাস্ক না পড়ায় পাঁচ জনকে জরিমানা করলেন ভ্রাম্যমান আদালত

জলঢাকা প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় মাস্ক না পড়ায় জরিমানা করলেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। জানা গেছে গতকাল সোমবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় পৌরশহরের বঙ্গবন্ধু চত্বর ও স্থানীয় জিরো পয়েন্ট মোড়ে এ আদালতের পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিফাত মোঃ ইশতিয়াক ভুঁইয়া।
এসময় এসআই ওসমান গনির নেতৃত্বে থানা পুলিশের একটি দল ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন। ভ্রাম্যমান আদালত মাস্ক পরিধান ও স্বাস্থ্য বিধি না মানার অপরাধে ৫জনের কাছ থেকে ১ হাজার ১শত টাকা জরিমানা করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিফাত মোঃ ইশতিয়াক ভুঁইয়া করোনা ভাইরাস প্রতিরোধে এখন থেকে প্রতিদিন স্বাস্থ্য বিধি না মানলে জরিমানার সম্মুখীন হতে হবে বলে জানান।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিফাত মোঃ ইশতিয়াক ভুঁইয়া করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা মুলক বক্তব্য দেন এবং মাস্ক বিহীন সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.