জলঢাকায় ভ্রাম্যমান আদালতে ৫ দোকানে জরিমানা ৬ হাজার টাকা

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় নিষেধাজ্ঞা ভঙ্গ করে চা বিক্রি এবং মুদিরদোকান ও কাচামালের দোকানে মূল্য তালিকা না থাকায় ৫ দোকানে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) গোলাম ফেরদৌস।
গতকাল বুধবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার টেংগনমারী বাজারের রুহুল হক ও বাদশার মুদির দোকান এবং মনরুল ইসলামের কাচামালের দোকানে পন্যের মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৯ ধারা মোতাবেক ২ মুদি দোকানে ২ হাজার টাকা ও কাচামালের দোকানে ২ হাজার টাকা।
রাজার হাটে তাজুল ইসলাম ও জলঢাকা পৌর বাজারে আশরাফুল ইসলাম হোটেল রেস্তরাঁ বন্ধের নিষেধাজ্ঞা অমান্য করায় দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় দুই চা দোকানে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.