জলঢাকায় বাসষ্ট্যান্ডে রাস্তার ভিত্তি প্রস্তুর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাসস্ট্যান্ড দিঘীরপাড়ে জামে মসজিদ সংলগ্ন যাতায়াত রাস্তার নির্মান কাজের ভিত্তি প্রস্তুর স্থাপন করলেন অতিথিবৃন্দ।
জানা গেছে, গতকাল বুধবার (২৪শে ফেব্রয়ারী) বিকালে এ ভিত্তি প্রস্তুর স্থাপন করা হয়।
পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাস্তার ভিত্তি প্রস্তুর স্থাপন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। ভিত্তি প্রস্তুর কাজের শুভ উদ্ভোধন করেন নব-নির্বাচিত পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু।
এসময় উপস্থিত বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা ও শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক, আব্দুর রশিদ, আওয়ামীলীগ নেতা জসিয়ার রহমান-জসি, দেলোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সালাউদ্দিন কাদের, মাইক্রো শাখার সভাপতি তহিদুল ইসলাম, সংরক্ষিত মহিলা আসনের হাফিজুর রহমান, নূর আলম, কাউন্সিলর রনজিৎ কুমার রায়, আব্দুল মান্নান, হাবিবুর রহমান মন্টু, আনোয়ার হোসেনসহ সংবাদকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশিল সমাজের লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ প্রকল্পের ঠিকাদার জিকরুল ইসলাম জিকু বলেন রাস্তাটির পরিমাণ ১০০মিটার। এসময় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.