জলঢাকায় পৌর নির্বাচনে নাগরিক সমাজের স্বতন্ত্র প্রার্থী বাবলু বিজয়ী

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় পৌরসভা নির্বাচনে নাগরিক সমাজের স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস হোসেন বাবলু নারিকেল গাছ প্রতীকে ১৪,৭৯৮ টি ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী বর্তমান মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধূরী তিনি পেয়েছেন ১০,৬০৮ টি ভোট। তৃতীয় অবস্থানে আছেন ক্ষমতাসীণ দল আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোহসীন আলী মাষ্টার (নৌকা প্রতীকে ) পেয়েছেন ৭৬৫টি ভোট।
গতকাল শনিবার (৩০ জানুয়ারিী) ৩য় ধাপের পৌরসভা নির্বাচনে তীব্র শীতকে উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন ভোটাররা। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত কোনো অপ্রিতিকর ঘটনা ছাড়া্ই বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এ নির্বাচনে দুই নারীসহ ৬ জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করেন। জাপার মনোনীত প্রার্থী আফরোজা বেগম লাঙ্গল প্রতীক নিয়ে ৪২ টি ভোট পেয়েছেন । স্বতন্ত্র প্রার্থী জিয়াউর রহমান জিয়া চৌধূরী জগ প্রতীক নিয়ে ৫৮৫ ভোট পেয়েছেন ও স্বতন্ত্র মহিলা প্রার্থী সাবিনা ইয়াছমিন মোবাইল ফোন প্রতীক নিয়ে ১২২ টি ভোট পেয়েছেন।
জেলা রিটার্নিং অফিসার ফজলুল করিম বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, জলঢাকা পৌরসভা নির্বাচনে ১৫ টি ভোট কেন্দ্রে সুষ্ঠ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নাগরিক সমাজের স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস হোসেন বাবলু নারিকেল গাছ প্রতীক নিয়ে ১৪,৭৯৮ টি ভোট পেয়ে নির্বাচিত হন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.