জলঢাকায় দুইদিনব্যাপী কৃষক প্রশিক্ষণ সমাপ্ত

জলঢাকা প্রতিনিধিঃ “কৃষিই কৃষ্টি কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় দুইদিনব্যাপী কৃষক প্রশিক্ষনের সমাপ্ত হয়েছে।

আজ সোমবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পর্যায়ে হস্তান্তরের জন্য (৩য় পর্যায়) কৃষক প্রকল্পের আওতায় এই প্রশিক্ষনের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবুল কাশেম আযাদ।

উপজেলা কৃষি কর্মকর্তা শাহ মুহাম্মদ মাহফুজুল হকের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ মাজেদুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ এনামুল হক, অতিরিক্ত উপ-পরিচালক (শষ্য) কৃষিবিদ সিরাজুল ইসলাম, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ ওবায়দুর রহমান ও উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না প্রমুখ।

এসময় প্রধান অতিথি বলেন, আমন ধান রোপন ও মাড়াই সহজলভ্য করতেই সরকার কৃষি যন্ত্রপাতি ব্যবহারের উপর গুরুত্বারোপ করেছে। শ্রমিক সংকট ও উচ্চ মুল্যের কারনে কৃষকদের মাঝে যাতে চাষাবাদে অনাগ্রহ তৈরি না হয় সে কারনে কৃষি যন্ত্রপাতি ব্যবহারে সরকার ভর্তুকি দিয়ে কৃষকের মাঝে তা সরবরাহ করছে।

উপজেলা উপজেলা কৃষি অফিসের আয়োজনে প্রশিক্ষণে অংশগ্রহনকারী ৯০ জন কৃষককে চাষাবাদ সম্পর্কিত একটি করে কৃষি তথ্য সমৃদ্ধ বই দেওয়া হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.