জলঢাকায় দি ম্যাসেজ ফাউন্ডেশনের উদ্যেগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

জলঢাকা প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় আড়াইশত পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ শুকনো খাবার বিতরন করেছেন দি ম্যাসেজ ফাউন্ডেশন।
আজ  রবিবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার খুটামারা ইউনিয়নের হরিশচন্দ্র পাটের চারালকাঁটা নদী ব্যাষ্টিত নদী ভাঙ্গন অসহায় পরিবার ও কৌমারী এবং শৌলমারী ইউনিয়নের ডানতির বাঁধ হারাগাছ বানপাড়া চরভরট নদীভাঙ্গন এলাকায় প্রায় আড়াইশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
ফাউন্ডেশনটি পক্ষে বন্যার্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন কালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুটামারা ইউপি চেয়ারম্যান ও আওয়ামিলীগ নেতা আবু সাঈদ শামিম, শৌলমারী ইউপি চেয়ারম্যান প্রানজিৎ কুমার পলাশ, কৈমারী ইউপি চেয়ারম্যান রেজাউল হক বাবু , খুটামারা ইউপি সচিব গোলজার হোসেন সহ স্থানীয় সূধীসমাজের ব্যক্তিবর্গ।
বিতরনকৃত খাদ্য সামগ্রীতে প্যাকেজ ছিল, ১৫ কেজি চাউল, ২ কেজি আটাঁ, ১ লিটার তেল, ১ কেজি চিঁড়া, ১ কেজি লবন, ১ প্যাকেট স্যালাইন, ১০টি ট্যাঙ্গ, ৪ প্যাকেট গরুর মসলা,৭ প্যাকেট মুরগীর মসলা,৪ প্যাকেট মাছের মসলা, ২ কেজি পিয়াজ, ১২ প্যাকেট মটর ভাজা, ১ প্যাকেট চানা, ২ প্যাকেট ইসবগুল, ২ প্যাকেট বাটার টোর্ট ও টুইন ক্রাঞ্চ ১০টি।
খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দি ম্যাসেজ ফাউন্ডেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার সমাজ সেবক ডাক্তার আনোয়ার হোসেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.