জলঢাকায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: “বেশি বেশি মাছ চাষ করি,বেকারত্ব দূর করি” এ স্লোগানকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় জাতীয় মৎস্য সপ্তাহ – ২০২১ উদযাপন উপলক্ষে ২৮ আগস্ট সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সাংবাদিকগণের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা লিসমা হাসান, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী সিরাজুল ইসলাম ও আবু ইয়াহিয়া, জাপা নেতা তহমিদার রহমান মিলন।
এছাড়াও উপস্থিত ছিলেন সংবাদিক মৃত্যুঞ্জয় রায়,আবেদ আলী,আসাদুজ্জামান স্টালিন,শফিকুল ইসলাম শফি,তাইজুল ইসলাম তাজু,জাহিনুর ইসলাম জীবন,রাশেদুজ্জামান সুমন,ছানোয়ার হোসেন বাদশা,এরশাদ আলম, ফরহাদ ইসলাম ও উপজেলায় কর্মরত সংবাদকর্মীবৃন্দ।
এ মতবিনিময় সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা লিসমা হাসান তিনি বলেন সপ্তাহ ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ’র কর্মসূচী ও মৎস্য চাষের উপর গুরুত্ব বাড়ানোরসহ মৎস সপ্তাহ ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.