জলঢাকায় অসহায় পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন সমাজ সেবক জিয়া চৌধুরী 

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় লকডাউনের কারণে কর্মহীন ও অসহায় মানুষের সহায়তায় সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই অংশ হিসেবে নীলফামারীর জলঢাকা উপজেলায় আজ মঙ্গলবার সকালে পৌর সভার বগুলাগাড়ী মিয়া পাড়া এলাকায় কর্মহীন অসহায় ৪ শত ৮০ টি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।
কুয়েত প্রবাসী আবু সাঈদ চৌধুরীর আর্থিক সহযোগিতায় এসব খাদ্য সামগ্রী বিতরন করেন সমাজ সেবক জিয়াউর রহমান চৌধুরী জিয়া, অনির্বান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন।
এসময় উপস্থিত ছিলেন- এসআই মোকছেদুল ইসলাম, সমাজ সেবক মাসুম চৌধুরী,শাহ্ মোশফেকুর রহমান চৌধুরী ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
এসময় জিয়া চৌধুরী পৌরবাসীকে অতি প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের না হওয়া এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলফেরা করা আহবান জানান। কর্মহীন ও অসহায় পরিবারের মানুষদের পাশে সমাজের বৃত্তবান মানুষকে এগিয়ে আসার আহবান জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.