জলঢকায় জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠিত

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ “মাছ চাষে গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে  আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর।

আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মনোয়ারা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, ক্ষেত্র সহকারি সিরাজুল ইসলাম ও ইমরান প্রমুখ। এসময় প্রধান অতিথি বলেন মাছ আমাদের আমিষের চাহিদা পুরন করে।

এছাড়াও তিনি মাছ চাষের পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ করার আহবান জানান। উল্লেখ্য গত ১৭ জুলাই দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন হয়।

এদিকে জলঢাকায় ১৮ জুলাই স্থানীয় সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেল এই মৎস্য সপ্তাহের উদ্বোধন ঘোষনা করেন। মৎস্য সপ্তাহের প্রথমদিনে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মৎস্যচাষী হিসেবে একটি প্রতিষ্ঠান ও দুইজন ব্যাক্তিকে ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়। এবারের জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য বিষয় “মৎস্য সেক্টরের সমৃদ্ধি সুনীল অর্থনীতির অগ্রগতি”।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.