জম্মু-কাশ্মীরকে পৃথিবীর স্বর্গরাজ্য গড়ে তোলার আহ্বান ভারত’র রাষ্ট্রপতি’র

(জম্মু-কাশ্মীরকে পৃথিবীর স্বর্গরাজ্য গড়ে তোলার আহ্বান ভারত’র রাষ্ট্রপতি’র–ছবি: সংগৃহীত)

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: জম্মু-কাশ্মীরকে পৃথিবীর স্বর্গরাজ্য হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। সেইসঙ্গে জম্মু-কাশ্মীরকে জ্ঞান, উদ্ভাবন, উদ্যোগ এবং দক্ষতার ভাণ্ডার হিসেবে দেখতে চান রাম নাথ কোবিন্দ।

গতকাল রবিবার (২০ সেপ্টেম্বর) দেশটির নতুন জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন প্রসঙ্গে এক ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন তিনি।

তিনি বলেছেন, জাতীয় শিক্ষানীতি জম্মু কাশ্মীরকে জ্ঞান এবং শিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে তুলবে।

এছাড়া ভারতের এই রাষ্ট্রপতি বলেন, জম্মু কাশ্মীরে অত্যন্ত বুদ্ধিমান, মেধাবী এবং উদ্ভাবনী শিশুতে ভরপুর। নতুন এই শিক্ষানীতি বাস্তবায়নের ফলে শিক্ষার্থীদের মনের নতুন দিগন্ত খুলবে।

তিনি আরো বলেন, কাশ্মীরকে জ্ঞানের কেন্দ্র করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিৎ। এই পদক্ষেপ গুলি কাশ্মীরকে আবারো ‘পৃথিবীর স্বর্গ ‘, ভারত মাতার মুকুটের উজ্জ্বল রত্ন করে তুলবে।

এছাড়া দেশটির যুবসমাজেরও প্রশংসা করে রাম নাথ বলেন, ভারতে অভূতপূর্ব জনসংখ্যা রয়েছে তবে এটি ইতিবাচকভাবে তা উপলব্ধি করা যেতে পারে যদি জনসংখ্যার উল্লেখযোগ্য অংশের যুবকেরা পেশাগতভাবে দক্ষ এবং সর্বোপরি সত্যিকার অর্থে শিক্ষিত হয়ে ওঠেন। (সূত্র: এনডিটিভি, এএনআই, দি হিন্দু)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.