জনসমক্ষে এলেন ট্রাম্প, ছিলেন বিমর্ষ

(জনসমক্ষে এলেন ট্রাম্প, ছিলেন বিমর্ষ–ছবি: সংগৃহীত)

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ঘটছে একের পর এক নাটকীয়তা। অনিশ্চয়তার অন্ধকার যেন কাটছে না বিশ্বের সবচেয়ে পুরানো গণতান্ত্রিক দেশটিতে।

ভোটে কারচুপির অভিযোগে বুধবার পেনসিলভেনিয়ায় মামলা করেছে ট্রাম্প শিবির। আর জর্জিয়া অঙ্গরাজ্যের ভোট আবারও হাতে গণনার ঘোষণা এসেছে। এখনো ফলাফল ঘোষণা হয়নি অ্যারিজোনা ও নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যেও।

গতকাল বুধবার (১১ নভেম্বর) ভার্জিনিয়ার আর্লিংটনে জাতীয় সমাধিস্থলে মার্কিন যান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবসরপ্রাপ্ত সৈনিক দিবস বা ভেটেরানস ডে উপলক্ষে রাষ্ট্রীয় এই অনুষ্ঠানে ছয় দিন পর জনসমক্ষে এলেন ট্রাম্প। ছিলেন বিষণ্ণ। ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প সঙ্গে থাকলেও ছিলেন ট্রাম্পের থেকে দূরে।

ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে নিয়ে সম্মাননা জানান ট্রাম্প। তবে কোনো বক্তব্য রাখেননি। যথারীতি টুইটে ছিলেন সক্রিয়। বেজায় ক্ষেপেছেন দোদ্যুল্যমান পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় নিজ দলের নির্বাচন কর্মকর্তার ওপর। আল হুইম্পট নামে ওই কর্মকর্তা ট্রাম্পের অভিযোগের পরিপ্রেক্ষিতে বলেছেন, নির্বাচনে কোনো কারচুপি হয়নি। কিন্তু ওই অঙ্গরাজ্যে ভোটে কারচুপির অভিযোগ এনে লাল শিবির মামলা করেছে। চেয়েছে ন্যয় বিচার।

ভোট কারচুপি নিয়ে রিপাবলিকান দলের সিনেটরদের চাপে আছেন জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রেফেন্সপারজার। তিনি জানিয়েছেন, জর্জিয়ার প্রতিটি ভোট আবারও হাতে হাতে গোনা হবে।

জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট  ব্র্যাড রেফেন্সপারজার বলেন,  এখানে প্রেসিডেন্ট ট্রাম্প ও জো বাইডেনের মধ্যে পার্থক্য খুব একটা বেশি নয়। আমরা অনুসন্ধান করে দেখছি, জাল ভোট, ডাবল ভোট গণনার মতো ঘটনাগুলো ঘটেছে কিনা। আমরা চাই প্রত্যেকটা বৈধ ভোটকে আমলে নিতে।

জর্জিয়ায় ১৬টি ইলেক্টোরাল ভোট নিয়েই বাইডেন প্রয়োজনীয় সংখ্যক ২৭০টির কিছু বেশি ভোট পেয়েছেন। এদিকে খুব কম ব্যবধানে এগিয়ে থাকা অ্যারিজোনা অঙ্গরাজ্যের ১১টি ইলেক্টোরাল ভোট নিয়েও আদালতে যেতে পারেন রিপাবলিকানরা। অপরদিকে, পেনলিভেনিয়া, মিশিগান ও উইসকনসিনেও কারচুপির অভিযোগ এনে ভোট পুনঃগণনার দাবি জানিয়ে আসছে ট্রাম্প শিবির।

এদিকে, প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব নিতে এখনও দুই মাসেরও বেশি বাকি থাকলেও, এরইমধ্যে হোয়াইট হাউজের প্রধান কর্মকর্তা ‘চিফ অফ স্টাফ’ এর নাম ঘোষণা করেছেন জো বাইডেন। এদিন তার দীর্ঘসময়ের সহযোগী রন ক্লেইনকে এ পদে নির্বাচিত করেন তিনি। এছাড়াও, এদিন ‘ভেটেরানস ডে’ উপলক্ষে পেনসিলভেনিয়ায় প্রথম বিশ্বযুদ্ধে নিহত সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানান জো বাইডেন।

জো বাইডেন বিজয়ী হলেও এখনও ফলাফল বেসরকারি। ফলে সরকারিভাবে ঘোষণা না হওয়ায় অনিশ্চয়তা পুরোপরি কাটছে না। নিয়মিত কাজে কর্মে আগ্রহ হারালেও, ইতোমধ্যে মামলা করতে শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.