জনসংযোগে গিয়ে মোমো বানালেন মমতা বন্দোপাধ্যায়!

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: গোটা পশ্চিমবঙ্গের দায়িত্ব তার কাঁধে। শক্ত হাতে সামলান প্রশাসনিক দায়িত্ব। তবে আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে রাজ্যের দার্জিলিংয়ের সিংমারির রাস্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধরা দিলেন সম্পূর্ণ ভিন্ন মেজাজে। রাস্তায় দাঁড়িয়ে নিজের হাতে মোমো তৈরি করলেন তিনি। যে রাঁধে, সে যে চুলও বাঁধে, সেটাই আরও একবার প্রমাণ করলেন মমতা।
আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) উত্তরবঙ্গ সফরের শেষ দিন মুখ্যমন্ত্রীর। এই দিন সকালে কুয়াশার চাদরে ঢাকা পাহাড়ি পথে হাঁটতে বেরোন তিনি।
এমন সময় মমতা দেখেন, পাহাড়ি রাস্তার বাঁকে দু’জন নারী মোমো বানাচ্ছেন। তাদের সামনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ মোমো তৈরি করা দেখেন মুখ্যমন্ত্রী। এরপর এগিয়ে যান কাছে। নিজে হাতে মোমো তৈরি করেন তিনি।

এরপর অন্যান্য দিনের মতো দার্জিলিংয়ের অলিগলিতে হেঁটে বেড়ান মূখ্যমন্ত্রী। পথচলতিদের সঙ্গে জনসংযোগ সারেন। কারও কোনও সমস্যা হচ্ছে কিনা, সে বিষয়ে খোঁজখবর নেন। শিশুদের হাতে তুলে দেন চকলেট। (সূত্র: সংবাদ প্রতিদিন)। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.