জননেতা মাদার বখশ্’র স্মরণ সমাবেশে রাবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদকস্মরণ সভায় লোক সমাগম একটু কম হয়। কেননা যাঁকে নিয়ে সভা, সেই মানুষটি প্রয়াত হয়েছেন। সমাজে বহু মানুষ জীবিত আছেন, তারা জীবিত থেকেও মৃত। আবার মরহুম হলেও জীবিত হয়ে থাকেন কিছু ক্ষণজন্মা মানুষ। এমনই মানুষ ছিলেন মাদার বখশ্। একশ বছর বেঁচে থেকেও কোন কাজে না আসলে সেই জীবন বৃথা।

অল্প সময় জীবনধারণ করেও সফল হন, অমর হয়ে থাকেন মাদার বখশ্’র মতো মহামানবরা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও অল্প জীবন পেয়েছেন।

কিন্তু তিনি সবাইকে ছাড়িয়ে গেছেন। সমাজে শিক্ষিত, বিদগ্ধ গুণীমানুষ অনেক থাকেন। তবে এভাবে চিন্তা করতে সবাই পারেন না। মানুষের কর্ম; ব্যক্তি থেকে সমাজ, সমাজ থেকে দেশে, দেশ থেকে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়িত হয়। মানুষের মুক্তি মানুষকে ভালোবাসার মধ্যে। সেই কাজটি মাদার বখশ্ করেছিলেন। তাঁর ঋণ আমরা কেউ শোধ করতে পারবো না। রাজশাহী বিশ^বিদ্যালয়ে অসংখ্য শিক্ষার্থী আসবেন, যারা তাঁকে জানবে। নিজেদের সমৃদ্ধ করবে।

আজ রোববার সন্ধ্যায় সাহেববাজার জিরোপয়েন্ট প্রেসক্লাব চত্বরে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের যৌথ উদ্যোগে জননেতা মাদার বখশ্’র ৫২তম মৃত্যুবার্ষিকী স্মরণে আয়োজিত স্মরণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম. আব্দুস সোবহান এসব কথা বলেন। সমাবেশের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্য, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধ-ভাষা আন্দোলনসহ সকল গণতান্ত্রিক প্রগতিশীল আন্দোলন সংগ্রামের শহীদ, জননেতা মাদার বখশ্ ও শহীদ আমানুল্লাহ মোহাম্মদ আসাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানের সভাপতি জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের উপদেষ্টা ও জাতীয় চারনেতা শহীদ এএইচএম কামারুজ্জামান পরিবারের সদস্য সমাজসেবী নারনেত্রী শাহীন আকতার রেনী তার পরিবারের সদস্য অসুস্থ্য হয়ে পড়ায় মোবাইলফোনে সমাবেশে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান এবং সমাবেশের সাফল্য কামনা করেন।

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলার পরিচালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন-কবি লেখক ও প্রাবন্ধিক অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক, রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য মুক্তিযোদ্ধা কলামিস্ট প্রশান্ত কুমার সাহা, আজীবন সদস্য গোলাম সারওয়ার, ভাষাসৈনিক মনোয়ারা রহমান- জননেতা আতাউর রহমান-জননেতা মাদার বখশ্ পরিবারের সদস্য রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান, সেক্টর কমান্ডার ফোরাম মহানগর শাখার সভাপতি মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, বঙ্গবন্ধু পরিষদ মহানগর শাখার সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার ও হেরিটেজ রাজশাহীর মাহাবুব সিদ্দিকী।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জাতীয় পার্টি মহনগর শাখার সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সালাউদ্দিন মিন্টু, প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক নূরে ইসলাম মিলন, তাঁতী লীগ জেলা শাখার সদস্য সচিব মাজদার রহমান মকুল, পৌর কাউন্সিলর খোকনুজ্জামান মাসুদ, তাঁতী লীগ নেতা আসাদুল হক দুখু, স্বেচ্ছাসেবকলীগ নেতা মৃদুল কুমার সাহা, সাংবাদিক আবু কাওসার মাখন, নূরে আসলাম লিটন, শামসুল ইসলাম, শাহিনুল ইসলাম সোনা প্রমুখ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.