ছেলেধরা গুজব ও ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতায়।। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জের মসজিদে মসজিদে চিঠি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: দেশব্যাপী মশক নিধন, পরিচ্ছন্নতা সপ্তাহ ও ছেলেধরা গুজব বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে জেলার মসজিদে মসজিদে চিঠি পালিয়েছে ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়। আগামী শুক্রবার জেলার প্রায় ২ হাজার জামে মসজিদের সকল ইমামদের কাছে সচেতনতামূলক বিষয় তুলে ধরার জন্য এই চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, দেশব্যাপী মশক নিধনও পরিচ্ছন্নতা সপ্তাহ ২৫ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত পালিত হবে। সারাদেশে মশাবাহিত ডেঙ্গু রোগ ছড়িয়ে পড়েছে। এডিস মশার কামড়ে ডেঙ্গু রোগ হয়। তাই এর বিস্তার রোধে মুসল্লীদের ঘর-বাড়ি, অফিস ও আশপাশের ড্রেন, নালা, ঝোপ-ঝাড়, জলাশয় ও পুকুর ইত্যাদী পরিচ্ছন্ন রাখা প্রত্যেক নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। এছাড়া সাম্প্রতিক সময়ে দেশে ছেলেধরা গুজব উঠেছে, কেউ যেন এই গুজবে কান না দিতে সচেতনতাও জরুরী। জনগুরুত্বপূর্ণ এসকল বিষয়ে জনগনকে সচেতন করার জন্য ২৬ জুলাই জুম্মার নামাজের আগে এবং পরে বিস্তারিতভাবে আলোচনা করার জন্য অনুরোধ করা হলো।

এব্যাপারে ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আবুল কালাম বিটিসি নিউজকে জানান, সম্প্রতি দেশব্যাপী মশক নিধনও পরিচ্ছন্নতা সপ্তাহ পালিত হবে। সাম্প্রতিক সময়ে দেশে ছেলেধরা গুজব উঠেছে। এডিস মশার কামড়ে ডেঙ্গু রোগ হয়, তাই ঘর-বাড়ি, অফিস ও আশপাশের ড্রেন, নালা, ঝোপ-ঝাড়, জলাশয় ও পুকুর ইত্যাদী পরিচ্ছন্ন রাখার জন্য সাধারণ মানুষকে সচেতন করা, সাম্প্রতিক সময়ে দেশে উঠা ছেলেধরা গুজবে কান না দিতে সচেতনতা জরুরী হয়ে পড়েছে। তাই জনগুরুত্বপূর্ণ এসকল বিষয়ে জেলার মানুষকে সচেতন করার লক্ষে ২৬ জুলাই জুম্মার নামাজের আগে এবং পরে মসজিদে মসজিদে সভাপতি/সেক্রেটারী ও ইমামদের আলোচনার জন্য ২৩ ও ২৪ জুলাই চিঠি পাঠানো হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.