ছিন্নমূলদের খাবার দিচ্ছে কেএমপি

খুলনা ব্যুরো:  করোনাভাইরাসের প্রভাবে পড়া খুলনা মহানগরী এলাকার ছিন্নমূল মানুষদের মাঝে প্রতিদিন দুই বেলা রান্না করা খাবার পৌঁছিয়ে দিচ্ছে পুলিশ। করোনা পরিস্থিতি মোকাবেলায় গত কয়েকদিন আগে থেকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মিডিয়া ও পিআর শেখ মনিরুজ্জামান মিঠু বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, ‘করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে উদ্ভুত পরিস্থিতিতে নগরীর বাস টার্মিনাল, রেলস্টেশনসহ রাস্তা-ঘাটের অসহায়, দুঃস্থ, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী এবং ভবঘুরে মানুষরা যেন অভুক্ত না থাকে সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে।
নগরীর ২৫০ জনকে দৈনিক দুই বেলা কেএমপি সদস্যরা রান্না করা খাবার পৌঁছিয়ে দিচ্ছে। কেএমপির নিজস্ব ব্যবস্থাপনা ও খরচে এ উদ্যোগ গ্রহন করা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ব্যবস্থাপনা অব্যহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.