ছাত্রীদের লাগাতার যৌন হেনস্তা, শিক্ষককে ‘নগ্ন’ করে মারতে মারতে থানায় নিয়ে যান

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্কভারতের বাঁকুড়ার ইন্দাসে স্কুলের ভেতরে ছাত্রীদের সঙ্গে দিনের পর দিন অশোভন আচরণ ও যৌন হয়রানি করতেন এক শিক্ষক। এ অভিযোগে ওই শিক্ষককে নগ্ন করে মারতে মারতে থানায় টেনে নিয়ে যান উত্তেজিত অভিভাবকরা।

ঘটনাটি ঘটেছে ভারতের বাঁকুড়ার ইন্দাসে। অভিযোগ ওঠা ওই শিক্ষকের নাম শেখ ফিরোজ খান।

তার বিরুদ্ধে অভিযোগ, ইন্দাস বালিকা প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষক দীর্ঘ ছয় মাস ধরে স্কুলের ভেতর ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণ ও যৌন হয়রানি করে আসছেন। এ বিষয়ে প্রধান শিক্ষককে একবার জানিয়ে ছিলেন অভিভাবকরা। কিন্তু, তারপরেও পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটেনি।

গতকাল বুধবার আবার ওই শিক্ষক ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ কথা জানাজানি হতেই অভিভাবকরা প্রথমে স্কুলে এসে বিক্ষোভ করেন। তারপর অভিযুক্ত শিক্ষক শেখ ফিরোজ খানকে নগ্ন করে মারতে মারতে থানার দিকে টেনে নিয়ে যান তারা।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইন্দাস থানার পুলিশ। রাস্তা থেকে অভিযুক্ত ওই শিক্ষককে গ্রেপ্তার করে তারা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.