ছাত্রদল কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের নিন্দা ও প্রতিবাদ

ছাত্রদল প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন দেশমাতা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, দেশবিরোধী চুক্তি বাতিল ও বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যাকান্ডের প্রতিবাদে বিএনপি’র সদ্য সকল কর্মসূচীগুলোতে জনগণের ব্যাপক সাড়া এবং সমর্থন দেখে শাসকদল ক্ষমতা হারানোর ভয়ে পুলিশ বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহার করছে।

জনগণের মধ্যে ভীতি ও আতঙ্ক ছড়িয়ে দিয়ে চিরদিন রাষ্ট্রক্ষমতায় থাকার জন্য বর্তমান শাসকগোষ্ঠী দেশব্যাপী ছাত্রদলসহ বিরোধী দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের, গ্রেপ্তার, রিমান্ডে নিয়ে নির্যাতন করছে।

তারই ধারাবাহিকতায় প্রতীবাদের কণ্ঠ রোধে আজ ১৪/১০/২০১৯, সোমবার রাজধানীর পল্টন থানায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারন সম্পাদক ইকবাল হোসেন শ্যামল সহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করা হয়েছে।

শাসকদলের নির্দেশে উক্ত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা দায়ের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মামলা প্রত্যাহারের দাবি জানান রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি, সিনিয়র সহ-সভাপতি মুর্ত্তজা ফামিম, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান সৌরভ, যুগ্ম সম্পাদক আকবর আলী জ্যাকি সহ রাজশাহী মহানগর জাতীয়তাবাদী ছাত্রদল ও মহানগর অন্তধীন সকল শিক্ষা প্রতিষ্ঠান,থানা, ওয়ার্ড ছাত্রদলের সকল নেতৃবৃন্দ। # (প্রেস বিজ্ঞপ্তি ) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.