চোল সাম্রাজ্যের ক্ষমতালোভী চরিত্রে ঐশ্বরিয়া

বিটিসি বিনোদন ডেস্ক: দীর্ঘবিরতির পর খল চরিত্রে বড় পর্দায় হাজির হচ্ছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ছবির পরিচালক মণি রত্নম। তামিল উপন্যাস ‘কালকি’-এর উপর ভিত্তি করে রচনা করা হয়েছে সিনেমার চিত্রনাট্য। চোল সাম্রাজ্যের ইতিহাসের উপর ভিত্তি করে রচিত কাহিনী কালকি। সেখানে চোল সাম্রাজ্যের কোষাধ্যক্ষ পেরিয়া পাঝুভেত্তারাইয়ার স্ত্রী নন্দিনীর ভূমিকায় অভিনয় করতে চলেছেন ঐশ্বর্য।

নন্দিনী ছিলেন চোল সাম্রাজ্যের এক উচ্চাকাঙ্ক্ষী মহিলা। চোল সাম্রাজ্যের পতনের ক্ষেত্রেও তার ভূমিকা ছিল। শক্তির বিস্তারের উদ্দেশ্যে প্রতিহিংসাপরায়ণতা, ধূর্ততা ও ছলের আশ্রয় নেন নন্দিনী। চোল সম্রাট আরুলমোঝি বর্মনের জীবনের উপর ভিত্তি করেই রচিত কালকি। এর আগে ২০০৪ সালে রাজকুমার সান্তোসি পরিচালিত ‘খাকি’ ছবিতে খল চরিত্রে অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া।

মনি রত্মনের ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়ে গেছে। চলতি বছরের শেষেই শুটিং শুরু হবে বলে মনে করা হচ্ছে। অমিতাভ বচ্চনও এই সিনেমায় থাকতে পারেন বলে গুঞ্জন ছড়িয়েছে। এর আগে শেষবার ২০০৫ সালে ‘সরকার রাজ’-এ শেষবার পর্দায় একসঙ্গে দেখা গিয়েছিল অমিতাভ-ঐশ্বরিয়াকে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.