চুয়াডাঙ্গায় ট্রাকের চাপায় ও মাইক্রোর নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-২

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। ট্রাক চাপায় আব্দুল জব্বার (৪২) নামে এক যুবক এবং নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মাইক্রোবাসের চালক কিশোর রিয়াদ হোসেন (১৩) নিহত হয়েছেন।
গতকাল বুধবার (২১ ডিসেম্বর) রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার হোটেল শাহিদ প্যালেসের সামনে ওই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল জব্বার চুয়াডাঙ্গা পৌর এলাকার জোয়ার্দারপাড়া মৃত বোরহান উদ্দিনের ছেলে।
তিনি পেশায় একজন চা দোকানী ছিলেন।
স্থানীয়রা জানান, চুয়াডাঙ্গা পৌর এলাকার একাডেমি মোড়ে চা দোকানী আব্দুল জব্বার রাতে বড় বাজার থেকে মালামাল কিনে দোকানে ফিরছিলেন। এসময় হোটেল শাহিদ প্যালেসের সামনে একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়েন তিনি। পরে পিছন থেকে আসা ঝিনাইদহগামী পণ্যবাহী একটি ট্রাক (যশোর-ট-১১-২৪৫৪) তাকে চাপা দিয়ে চলে যায়।
এতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাসানুর রহমান জানান, হাসপাতালে নেয়ার আগেই মারা যান আব্দুল জব্বার। তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
অপরদিকে, বুধবার সকাল ৮টার দিকে দামুড়হুদার কার্পাসডাঙ্গা নতুন পাড়া মোড় নামক স্থানে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক রিয়াদ হোসেন নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন আরও একজন।
নিহত রিয়াদ দামুড়হুদা উপজেলার আমডাঙ্গা গ্রামের পিকআপ চালক ইউনুছ বিশ্বাসের ছেলে এবং আহত শামীম (১৭) কোমরপুর গ্রামের মিঠুনের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে কিশোর রিয়াদ কার্পাসডাঙ্গা থেকে মাইক্রোবাস চালিয়ে দর্শনার দিকে যাচ্ছিলেন। এসময় দ্রুতগতিতে যাওয়া মাইক্রোটি কার্পাসডাঙ্গা নতুনপাড়া মোড় নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বট গাছের সাথে ধাক্কা খায়।
এতে মাইক্রোটির ইঞ্জিন ও বডি ক্ষতিগ্রস্ত হয়। এতে ভেতরে থাকা চালক ঘটনাস্থলেই মারা যান।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা বিটিসি নিউজকে নিশ্চিত করে বলেন, দ্রুত গতিতে চালানোর কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে সে নিহত হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চুয়াডাঙ্গা প্রতিনিধি মো: মুজাহিদ হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.