চুয়াডাঙ্গায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি: ‘যুক্তির আলোয় হোক মস্তিষ্কের পরিচর্যা’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ‘গাইডবুক সুশিক্ষার প্রধান অন্তরায়’ বিষয়ে সংসদীয় এ বিতর্কে পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গোস্বামী দুর্গাপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়।

আজ শনিবার দুপুরে জেলার আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতার আয়োজন করে ‘দিশারী’ নামে একটি সংগঠন।

প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্বে ছিলেন ন্যাশনাল ডিবেট ফেডারেশনের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মো. মাশরাফি মুর্তজা। এছাড়া বিচারকের দায়িত্ব পালন করেন পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আশহাদ মাহফুজ, গোস্বামী দুর্গাপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বিদ্যালয়টির শিক্ষক মো. মানিক মিয়া ও স্কলার মডেল স্কুলের শিক্ষক সাহাবুদ্দিন সাবু।

বিতর্ক শেষে প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে সেরা বিতার্কিক হিসেবে নির্বাচিত হন পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মৌ আক্তার তুলী।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, গোস্বামী দুর্গাপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ম্যানেইজিং কমিটির সভাপতি মো. সিরাজুল হক, দিশারী’র ভারপ্রাপ্ত সভাপতি আফরিক হাসান আকাশ, সহ সভাপতি সাহিনুর রহমান সাওন, সাধারণ সম্পাদক মীর আল জুবায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম নুহাস, সাংগঠনিক সম্পাদক আমির হামজা শান্ত, দপ্তর ও প্রকাশনা সম্পাদক সাইফ মাহমুদ, তথ্যপ্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক সাহিনুজ্জামান উৎস, সদস্য পল্লব আহমেদ, সুবহি রহমান, আবু হায়াত হিরু, জুবায়ের রহমান, মো. ইকরাম, লিবারেল অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সাইদুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, দিশারী আলমডাঙ্গার একটি সামাজিক কল্যাণমূলক সংগঠন। এটি বিশ্ববিদ্যালয় ও কলেজপড়ুয়া শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রম দ্বারা পরিচালিত হয়ে আসছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জাবি প্রতিনিধি মো. ফারুক হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.