চুনারুঘাট সীমান্তে ১৬ লক্ষ টাকার চা পাতা জব্দ

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: চুনারুঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় চা পাতা জব্ধ করেছে বিজিবি। বিজিবি’র চিমটিবিল ক্যাম্প কমান্ডার সুবেদার কাউছার মিয়া বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, গতকাল রবিবার রাতে তাদের কাছে খবর আসে সীমান্তের ৭৫ এর ৩ এস পিলারের পার্শ দিয়ে ভারতীয় চা পাতা প্রবেশ করছে।

সে মোতাবেক তিনি হাবিলদার মহসিন সহ টহলে বের হন। হঠাৎ চোরাকারবারীদের দেখে ধাওয়া করলে তারা পালিয়ে যায় এবং সেখানে বিপুল পরিমান ভারতীয় চা পাতা জব্ধ করেন।

জব্ধ চা পাতার বাজার মুল্য ১৬ /১৭ লক্ষ টাকা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত চা পাতার সিজার লিস্ট তৈরী হচ্ছিল।

উল্লেখ্য, ইদানিং সিমান্তের ৭৫ পিলারের চাকলাপুঞ্জি ১নং বাগানের পার্শ্ব দিয়ে চোরাকারবারিদের নিরাপদ রোডে পরিণত হয়েছে জব্ধ চা পাতা শায়েস্তাগঞ্জ কাস্টমে হস্তান্তর করা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর হবিগঞ্জ প্রতিনিধি মোঃ জুনাইদ চৌধুরী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.