চীনের সমালোচনা করার অবস্থান যুক্তরাষ্ট্রের নেই : উ. কোরিয়া

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যে দেশের প্রেসিডেন্ট বর্ণবাদের বিরুদ্ধে আন্দোলনরত আন্দোলনকারীদের কুকুর দিয়ে প্রতিহত করতে চায় সেই দেশের হংকং’র মানবাধিকার নিয়ে সমালোচনা করার কোন অবস্থান নেই বলে মন্তব্য করেছে উত্তর কোরিয়া।

আজ বৃহস্পতিবার (০৪ জুন) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমমাধ্যমে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দল কোরিয়া ওয়ার্কার্স পার্টির নাম প্রকাশে অনিচ্ছুক এক মুখপাত্র এমন মন্তব্য করেন।

এর আগে গত রবিবার ফক্স নিউজকে দেয়া সাক্ষাতকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, হংকং ইস্যুতে চীনের কার্যকলাপ যুক্তরাষ্ট্রকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। ওই সাক্ষাতকারে পম্পেও অভিযোগ করেন, হংকং এবং তাইওয়ানে মানবাধিকার লঙ্ঘন করছে চীন।

পম্পেওর এমন মন্তব্যকে কাণ্ডজ্ঞানহীন আখ্যায়িত করে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের মুখপাত্র বলেন, পম্পেও গভীরভাবে গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িতে এবং বহু দেহের বিরুদ্ধে চক্রান্ত করেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.