চীনের শানঝিতে বন্যা, ৫৫ হাজার মানুষ ঘরছাড়া

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: চীনের শিল্প এলাকা শানঝিতে ভয়াবহ বন্যায় পানির তলায় ডুবে গেছে কয়লার খনি, কেমিক্যাল প্লান্ট। এত বড় বন্যা শানঝিতে গত দশ বছরে হয়নি। ভয়াবহ এই বন্যার প্রভাব ৫৫ হাজার মানুষ ঘরছাড়া।
এই অঞ্চলের মেট্রো স্টেশন পানির নিচে। বন্যার মধ্যেও সেখানে এখনও রেকর্ড বৃষ্টিপাত হয়েই চলেছে। ভারী বৃষ্টির কারণে ভূমিধস ও বাড়ি ভেঙে যাওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। উদ্ধারকারীদের কাজটা কঠিন হয়ে পড়েছে দুর্গম অঞ্চলে।
এর ফলে সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে । এই প্রাকৃতিক দুর্যোগ কবে থামবে, সে ব্যাপারে সেখানকার আবহাওয়া দফতর এখনও পর্যন্ত কিছূ তথ্য দিতে পারেনি। এই বন্যার উদ্ধারকাজে এখনও পর্যন্ত তারা ৩ মিলিয়ন মার্কিন ডলার খরচ করে ফেলেছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.