চিলির বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি কলম্বিয়ার

বিটিসি স্পোর্টস ডেস্ক: বিগ ম্যাচে চিলির বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে কলম্বিয়া। ফলে চিলির মাঠ থেকে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে দু’দল। কাতার বিশ্বকাপের বাছাইপর্বের শুরুটা দুর্দান্ত হয়েছে কলম্বিয়ার।

অন্যদিকে, চিলির হয়েছে হার দিয়ে। তাই এ ম্যাচে জয় পাওয়াটা কলম্বিয়ার জন্য যতটা না জরুরি, তার চেয়ে বেশি জরুরি চিলির জন্য। সে লক্ষ্যেই মাঠে নামে দু’দল।

চিলির মাঠে এদিন ৭ মিনিটেই এগিয়ে যায় কলম্বিয়া। মেদিনার অ্যাসিস্টে লেরমা গোল করে এগিয়ে নেন অতিথিদের।

এরপর বেশ খানিকক্ষণ লিড ধরে রাখে লস ক্যাফেতেরোস। পরে ৩৮ মিনিটে গিয়ে গোলখাতা খোলে চিলি। পেনাল্টি থেকে গোল করে আরতুরো ভিদাল সমতা ফেরান স্বাগতিকদের।

সমতায় ফেরার পর নতুন উদ্যমে ম্যাচে ফেরে চিলি। মাত্র ৩ মিনিটের মধ্যেই দলের তারকা ফরোয়ার্ড অ্যালেক্সিস সানচেজ ব্যবধান গড়ে দেন লা রোজাদের হয়ে।

বিরতির পর গোল পরিশোধের অনেক চেষ্টা করেও কুল কিনারা খুঁজে পাচ্ছিলো না কলম্বিয়া। প্রায় জয়ের দিকেই এগুচ্ছিলো চিলি। কিন্তু যোগ করা সময়ে গিয়ে জট খোলে কলম্বিয়ার। দলটির সর্বোচ্চ গোলদাতা রাদামেল ফ্যালকাও সমতায় ফেরান অতিথিদের। তাতে হার এড়ায় কার্লোস কুইরেজর দল। পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দু’দল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.