চিত্রনায়ক আলমগীর ডেঙ্গু আক্রান্ত

ঢাকা প্রতিনিধি: চিত্রনায়ক আলমগীর ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন তার অবস্থা উন্নতির দিকে। আলমগীরের মেয়ে সংগীতশিল্পী আঁখি আলমগীর বিটিসি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আঁখি আলমগীর বলেন, জ্বর অনুভব করলে গত ২৫ জুলাই আব্বুকে স্কয়ার হাসপাতালে নিয়ে যায়। সেখানে পরীক্ষার পর বাবার ডেঙ্গু ধরা পড়ে। আগের তুলনায় বেশ ভালো আছে, তবে শরীর খুব দুর্বল।’ তিনি বাবার সুস্থতায সবার কাছে দোয়া চেয়েছেন।

এদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান গতকাল মঙ্গলবার সকালে ডেঙ্গুর বিস্তার রোধ ও গুজবের প্রতিকারে আয়োজিত এক মানববন্ধনে অভিনেতা আলমগীরের সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন।

১৯৭৩ সালে ‘আমার জন্মভূমি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় চিত্রনায়ক আলমগীরের। প্রথম সিনেমাটি ব্যবসাসফল হয়। এরপর একের পর দর্শকপ্রিয় সিনেমা উপহার দেন গুণী এই অভিনেতা। অভিনয়ে অসামান্য অবদানের জন্য নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.