চিকিৎসা বিজ্ঞানে এ বছর নোবেল পেলেন তিন জন

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: চিকিৎসা বিজ্ঞানে এ বছর নোবেল পুরস্কারের জন্য তিন জনের নাম ঘোষণা করেছে সুইডিশ নোবেল কমিটি। বিজয়ী তিন জন হলেন, মার্কিন চিকিৎসাবিদ উইলিয়াম কাইলিন জুনিয়র ও গ্রেগ এল সেমেনজা এবং ব্রিটিশ চিকিৎসাবিদ স্যার পিটার র‌্যাডক্লিফ।

অক্সিজেনের উপস্থিতিকে মানবকোষ সাড়া দেয়ার প্রক্রিয়া বিষয়ে গবেষণার স্বীকৃতি স্বরূপ এই তিন চিকিৎসা বিজ্ঞানীকে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে।

চিকিৎসাবিদ স্যার পিটার র‌্যাডক্লিফ লন্ডনের ফ্রান্সিস ক্রিক ইনস্টিটিউট, কেইলিন হার্ভার্ড ইউনিভার্সিটি ও সেমেনজা যুক্তরাষ্ট্রের জন হপকিনস বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন।

আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে এই তিন জনের হাতে পুরস্কার হিসেবে ৯০ লক্ষ সুইডিশ ক্রোনা তুলে দেয়া হবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.