চিকিৎসা করতে যুক্তরাষ্ট্রে মিঠুন চক্রবর্তী

বিটিসি নিউজ ডেস্ককলকাতার জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী কোমরে আঘাতজনিত কারণে চিকিৎসা করতে গেছেন যুক্তরাষ্ট্রে ।

টাইমস অব ইন্ডিয়ার মাধ্যমে জানা যায়, বেশ আগে কোমরে আঘাত পেয়েছিলেন মিঠুন চক্রবর্তী। সেই পুরনো ব্যাথা আবার নতুন করে দেখা দেয়াতেই পরিবার থেকে  চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে। পুরোপুরি সেরে না ওঠা পর্যন্ত  ছেলে ও ছেলের বউয়ের তত্ত্বাবধানে  লস অ্যাঞ্জেলেসের হাসপাতালেই থাকবেন তিনি।

২০০৯ সালের মাঝামাঝি সময়ে ‘লাকি’ সিনেমার একটি মারামারির দৃশ্য করতে গিয়ে কোমরে আঘাত পান মিঠুন। তাৎক্ষনিকভাবে হাসপাতালে নেয়া হলেও ব্যাথা বহন করে বেড়াচ্ছেন এখনও। ২০১৬ সালে মেরুদণ্ডে ব্যথাজনিত কারণে আবারও তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু পুরোপুরি নিরাময় হয় নি। একারণেই যুক্তরাষ্ট্রে চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই অভিনেতার পরিবারের পক্ষ থেকে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.