চালের দাম বেশী হওয়ার কারণ জানালেন অর্থমন্ত্রী

ফাইল ছবি
বিটিসি নিউজ ডেস্ক: সরবরাহ কম থাকায় চালের দাম বেশী বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, করোনার কারণে কৃষকরা ঠিকমতো কাজ করতে না পারায় চলতি বছর চালের সরবরাহ কমেছে।
আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ভার্চুয়ালি প্রাক-বাজেট আলোচনা শেষে সাংবাদিকদের একথা বলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, গেল বছর অনেক বোরো ধান নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য একটি প্যাকেজ নেওয়া হচ্ছে।

৮ থেকে ১০ লক্ষ টন চাল আমদানির অনুমতির পরও বাজারে চালের দাম অনেক বেশী। এর কারণ হিসেবে অর্থমন্ত্রী বলেন, ধান, চাল আর গম উৎপাদন প্রকৃতির ওপর নির্ভরশীল। খাদ্যশস্যে বাংলাদেশকে স্বাবলম্বী বলা হয়। কিন্তু খাদ্যশস্যে স্বাবলম্বী সে বছরই হওয়া যায়, যে বছর প্রকৃতি স্বাভাবিক থাকে। যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ আসে, তাহলেই খাদ্যশস্য নষ্ট হয়। দেশে যে পরিমাণ জমি, দক্ষতা ও সক্ষমতা আছে, তা যথাযথভাবে কাজে লাগাতে পারলে সেই বছর খাদ্যশস্যে দেশ স্বয়ংসম্পূর্ণ থাকবে।

মুস্তফা কামাল আরও বলেন, কৃষি খাত এ দেশের লাইফলাইন। সব ধরনের কৃষিজাত পণ্য উৎপাদনে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। শিক্ষিত যে জনশক্তি কৃষিতে আসতে চায়, তাদের উৎসাহিত করার জন্য সরকার প্রণোদনা দেওয়ার চেষ্টা করবে। চলতি অর্থবছরের বাজেটে কৃষিখাতে ভালোই বরাদ্দ ছিল। কৃষকদের ক্ষতিপূরণ দিতে আর কৃষিকে প্রযুক্তিবান্ধব করতে আগামী অর্থবছরে কৃষিখাতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দেওয়া হবে।

আলোচনায় আরও অংশ নেন অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.