সিটি স্ক্যানের জন্য হাসপাতালের পথে বেগম জিয়া

ঢাকা প্রতিনিধি: সিটি স্ক্যান করতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা হয়েছেন বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে সিটি স্ক্যানের জন্য তিনি হাসপাতালের উদ্দেশে রওনা হন।

এর আগে বিকেলে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী জানিয়েছেন সিটিস্ক্যান করার পর বিএনপি’র চেয়ারপারসনের চিকিৎসার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

গুলশানের বাসায় বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে তিনি জানান, দ্রুত সিটিস্ক্যান করানো হবে। এরপর নির্ভর করবে তাকে হাসপাতালে না বাসায় রেখে চিকিৎসা করা হবে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

এর পরিপ্রেক্ষিতে বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান করার জন্য তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মোমাসুদ রানা খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.