চালু হচ্ছে চিলমারী-রৌমারী নৌরুটে ফেরি, প্রস্তুত কুঞ্জলতা

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারী বহ্মপুত্র নদের রমনা ঘাট থেকে চালু হচ্ছে চিলমারী-রৌমারী নৌরুটে ফেরি সার্ভিস। ইতিমধ্যে ঘাটে এসেছে ফেরি কুঞ্জলতা।
বিআইডব্লিউটিসি জানায়, আগামী ২০ সেপ্টেম্বর চিলমারী বন্দরের রমনা ঘাটে ফেরি সার্ভিসের উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি।
এ সময় বিআইডব্লিউটিসির ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ রাজনৈতিক নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে।
গত শুক্রবার ঘাটে এসেছে ফেরি কুঞ্জলতা। হাজার হাজার উৎসুক জনতা ফেরিটি দেখার জন্য রমনা ঘাটে ভিড় জমাচ্ছেন।
চিলমারী-রৌমারী নৌরুটে ফেরি সার্ভিস চলাচলের মধ্যদিয়ে নদী পথে যোগ হলো যোগাযোগের নতুন মাত্রা। চিলমারীর সঙ্গে দেশের বিভিন্ন স্থানে নদী পথে যোগাযোগের একমাত্র বাহন হিসেবে স্যালো ইঞ্জিন চালিত নৌকা ব্যবহার হয়ে আসতো। ফেরি সার্ভিস চালুর ফলে যাত্রী ভাড়ার ব্যয় কমসহ সময় অপচয় কম হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুড়িগ্রাম প্রতিনিধি মো. হাফিজুর রহমান হৃদয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.