বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ ছয় দশকের কূটনৈতিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে কৌশলগত বিনিয়োগ ও সম্পর্ক জোরদারে আগ্রহী রিয়াদ ও কুয়ালালামপুর।
এরই ধারাবাহিকতায় সম্পর্কের গভীরতাকে তুলে ধরে মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ইস্কান্দার সম্প্রতি রিয়াদে এক ঐতিহাসিক সরকারি রাষ্ট্রীয় সফর শুরু করেছেন। ১৯৮৪ সালে প্রয়াত সুলতান হাজী আহমদ শাহ আল মুস্তাইন বিল্লাহর সফরের পর এটিই মালয়েশিয়ার কোনো রাজার প্রথম সৌদি আরব সফর।
বুধবার (৫ নভেম্বর) রাজার সরকারি বাসভবন ইস্তানা নেগারা থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, এই সফর মালয়েশিয়া এবং সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি অর্থনীতি, ভূ-রাজনীতি, প্রতিরক্ষা ও ইসলামিক বিষয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর অবিচ্ছিন্ন অঙ্গীকারকে তুলে ধরে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, চলতি বছরের প্রথম দশ মাসেই দুই দেশের মধ্যে ১২টি উচ্চ পর্যায়ের সফর অনুষ্ঠিত হয়েছে যা পারস্পরিক আগ্রহ ও সহযোগিতার তীব্রতা প্রমাণ করে।
বাণিজ্যের ক্ষেত্রে সৌদি আরব মালয়েশিয়ার ১৪তম বৃহত্তম বাণিজ্য অংশীদার যেখানে মোট বাণিজ্যের পরিমাণ ৪৪ দশমিক ৭৪ বিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত। অর্থনৈতিকভাবে সৌদি আরব মধ্যপ্রাচ্যে মালয়েশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মধ্যপ্রাচ্যে মালয়েশিয়ার মোট রফতানির প্রায় ৬০ শতাংশই সৌদি আরবে পরিচালিত হয়।
মালয়েশিয়া ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ১৯৬০ এর দশকের গোড়ার দিকে শুরু হয়েছিল এবং তা পারস্পরিক সম্মানের ভিত্তিতে গড়ে উঠেছে। উভয় দেশই রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করতে কাজ করছে।
১৯৬১ সালে সৌদি আরব কুয়ালালামপুরে তাদের দূতাবাস খোলে এবং মালয়েশিয়া জেদ্দায় দূতাবাস স্থাপন করে। ১৯৭০ সালে প্রয়াত বাদশাহ ফয়সাল বিন আবদুল আজিজ আল সৌদ প্রথম মালয়েশিয়া সফর করেন। ২০০৬ সালে প্রয়াত বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সৌদ নতুন সহযোগিতার পথ অন্বেষণে মালয়েশিয়া সফর করেন এবং ২০১৭ সালে দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর লক্ষ্যে মালয়েশিয়া সফর করেন। ওই সফরে তাকে ইউনিভার্সিটি অব মালায়া থেকে সাহিত্যে এবং ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া থেকে রাষ্ট্রবিজ্ঞানে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয়া হয়।
সন্ত্রাসবাদ দমন এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতেও দুই দেশ ঘনিষ্ঠভাবে কাজ করছে। ২০১১ সালের ১৮ এপ্রিল সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমনের লক্ষ্যে দুই দেশ রিয়াদে একটি নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে। ২০১৫ সালে সৌদি আরব মালয়েশিয়াকে ইসলামিক মিলিটারি কাউন্টার টেরোরিজম কোয়ালিশনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে।
বিশ্লেষকরা বলছেন, এই ঐতিহাসিক রাজকীয় সফর দুই বন্ধুপ্রতীম দেশের সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। #

















