চাঁপাই-গোদাগাড়ীতে র‌্যাবের অভিযানে জিহাদী বইসহ ৫ জেএমবি আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নরেন্দ্রপুর এলাকা ও গোদাগাড়ী উপজেলার ফাযিলপুর এলাকায় অভিযান চালিয়ে জিহাদী বইসহ জেএমবির ৫ সদস্যকে আটক করেছে র‌্যাব-৫ এর সদস্যরা। আটককৃত জেএমবি সদস্যরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার হাকিমপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে মো. সেলিম রেজা (২৬), একই উপজেলার নরেন্দ্রপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে মো. জিয়াউল হক ওরেফে আকবর আলী (৩৯), মৃত সিদ্দিক হোসেনের ছেলে মো. নওসাদ আলী (৫০), গোটাপাড়ার মো. ফযর আলীর ছেলে সাকিল আহমেদ (৩৫) ও গোদাগাড়ী উপজেলার রায়হানাবাদ গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মো. খাইরুল ইসলাম (৪৮)।

বুধবার সকালে র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৪ মে গোদাগাড়ী উপজেলার রামনগর এলাকা ও চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার পশ্চিম কোদালকাটি মধ্যচর এলাকায় অভিযানে আটক জেএমবি সদস্যের দেয়া তথ্যের ভিত্তিত্বে গোদাগাড়ী উপজেলার ফাযিলপুর এলাকা ও চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নরেন্দ্রপুর এলাকায় অভিযান চালানো হয়।

মঙ্গলবার দিবাগত রাতে অভিযানকালে ওই জেএমবির ৫ সদস্যকে জিহাদী বইসহ আটক করা হয়। এদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.