চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সভা ও শ্রদ্ধাঞ্জলি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজের উদ্যোগে আলোচনা সভা, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়েছে।

আজ শনিবার সকালে কলেজ অডিটোরিয়ামে সভায় সভাপতিত্ব করেন নবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ ড. প্রফেসর শংকর কুমার কুন্ডু। অতিথি ছিলেন কলেজের উপধ্যক্ষ প্রফেসর মো. রবিউল ইসলাম, প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু ও কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো. দুরুল হোদা।

অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বর্ষের ৯জন শিক্ষার্থী বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষন প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম হয় কলেজের ব্যবস্থাপনা বিভাগের ১ম বর্ষের ছাত্র মো. তারিকুজ্জামান, ২য় হয় কলেজের প্রাণীবিদ্যা বিভাগের ২য় বর্ষের ছাত্রী ফারহানা শারমিন ও ৩য় হয় কলেজের বাংলা বিভাগের ৩য় বর্ষের ছাত্র মো. শাখাওয়াত হোসেন।

আলোচনা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। শেষে সরকারী কলেজ মোড়স্থ বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন অতিথিগণ, শিক্ষকগণ ও শিক্ষার্থীরা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.